পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Goal Setting(লক্ষ্য নির্ধারণ )

  আমরা প্রতেক্যেই কম বেশি দৈনন্দিন জীবনে,সময় এবং কাজ লক্ষ্য নিয়েই চলি। তা সচেতন ভাবে বা অচেতন ভাবেই হোক না কেন। আমাদের জীবন শুরু এবং শেষ আছে যেমন। তেমনি জীবনের প্রতি ধাপে একটা লক্ষ্য থাকে। যেমন পড়াশুনা, চাকুরী ,সংসার ,সংসার জীবন, ছেলে মেয়ে এবং তাঁদের পড়াশুনা ও সংসার জীবন এটাই সাধারণত আম মানুষের লক্ষ্য হয়।  অন্যদিকে বিশেষ লোক,যাদের আমরা সমাজের তথাকথিত সফল মানুষ হিসাবে দেখতে পায় বা মনে করি। তারা কিন্তু জীবনের প্রতি ধাপে এক সুদৃহ পরিকল্পনা করে চলেছিলেন বলে, তাঁরা নিজেদের এক নির্দিষ্ট পেশায় নির্দিষ্ট সময়ের মধ্যে; নির্দিষ্ট  স্থানে পৌঁছাতে পেরেছেন বা নিয়ে গেছেন।  তাই আমাদের বিজিনেসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে। অবশ্যই প্রথমত সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। সেই বিষয়েই আমরা বোঝার চেষ্টা করি।   লক্ষ্য নির্ধারণ করার সময় এক বিশেষ পদ্ধতি স্মরণে রাখলে, লক্ষ্য নির্ধারণ করা এবং তা অর্জন করা সহজ হয়। আমরা পদ্ধতি গুলো একবার দেখে নিই । একে সংক্ষেপে বলা হয় :- SMRT S=Specific   ( সুনির্দিষ্ট ): লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট। অর্থাৎ এক সঙ্গে এ...