নেটওয়ার্ক মার্কেটিং কেন করব
বন্ধুরা!
আসুন আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং কেন করব। এই বিষয়ে আলোচনা করি।
১. মানি ফ্রীডম (Money Freedom):
আমরা কে না চাই আর্থিক স্বাচ্ছন্দ। আমরা প্রত্যেকেই চাই মানি ফ্রীডম। আর্থিক স্বাধীনতা। আর এই জন্যেই আমরা প্রত্যেকেই সারাজীবন ধরে কোন না কোন কাজ করে চলি। সে জব হোক, ব্যবসা বানিজ্য,চাষবাস হোক বা অন্য কোন সার্ভিস দেওয়া হোক।
কিন্তু বাকি সব প্লাটফর্মে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক পাওয়া যায়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং প্লাটফর্মে কোন নির্দিষ্ট পারিশ্রমিক বলে কিছু নাই। আমি যত পরিমান টাকা রোজগার করতে চাই, তত পরিমানে করতে পারি। এমন কি একটা সময়ের পর আমি সক্রিয় ভাবে কাজ না করলেও আমার ইনকাম আসতে থাকে। এমনকি আমার অবর্তমানে আমার নমিনি ইনকাম পেয়ে থাকবে।
২। টাইম ফ্রীডম(Time Freedom):
সুনির্দিষ্ট কাজের জন্য। নির্দিষ্ট সময় বাঁধা থাকে। এই জন্য আমাদের সেই হিসাবে সময় দিতে হয়। সময় নিয়ে আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। বস বা মালিকের নিয়ম মত চলতে হয়। আর এখানে আমি আমর দরকার মত সময় কাজ করতে পারি। পছন্দ মত, চাহিদা মত, কাজ করতে পারব। কাউকেও জবাবদিহি করতে হয় না। নিজের কাছেই একমাত্র জবাব দিলেই হল।
৩। সেল্ফ এমপ্লয়মেন্ট (Self Employment):
এখানে কেউ আমর বস না। কেই আমাকে নিয়োগ করে না। আমরা নিজেই স্বেচ্ছায় যোগদান করি ও কাজ করতে পারি। আমার পছন্দমত সময় ও সুযোগমত কাজ করতে পারি।
৪। পার্সোনাল ডেভেলপমেন্ট /স্কিল ডেভেলপমেন্ট(Personal Development) :
এই প্লাটফ্রমে প্রচুর শেখার সুযোগ রয়েছে কারন এখানে একে অপরের কাছ থেকে সব সময় শেখার সুযোগ থাকে। সে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে অনলাইন ও অফলাইনে এর মাধ্যমে হোক। এই পেশার তাগিদেই শিখে। আমাদের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে পারা যায়। যা কেবলমাত্র এই পেশার জন্য কাজে লাগে না। আমাদের অন্যান্য ব্যবহারিক জীবনেও কাজে লাগে।
৫। হেল্পিং আদার্স /সোশ্যাল সার্ভিস(Helping Others/Social Service):
এই ইন্ডাস্ট্রি এমন এক ইন্ডাস্ট্রি যেখানে বহু মানুষের কাজের সুযোগ রয়েছে। কাজ করতে পারে। বহু লোক কাজ করে এমন কি পরিবারের প্রত্যেক সাবালক এই কাজে যুক্ত হয়ে অর্থ রোজগার করে আর্থিক স্বাধীনতা উপভোগ করতে পারে। এই ব্যবসাতে করার জন্য কোন বিশেষ অভিজ্ঞতা,যোগ্যতা বা পড়াশুনার ডিগ্রি, বা কোন বয়সের মানদণ্ড থাকে না। নিজেদের মধ্যে কোন কম্পিটিশন নাই বলেই চলে। বরঞ্চ এক শক্তিশালী টীম হিসাবে, এক অপরকে সব সময় একান্ত ভাবে সহযোগিতা করে এগিয়ে চলে। কেননা এখানে অন্যের উন্নতির সাথে সাথে নিজেরও উন্নতি হয়।
এছাড়াও এই ব্যবসাতে প্যাসিভ ইনকাম করার সুযোগ রয়েছে। বাড়িতে থেকেও অনলাইনের মাধ্যমে যে কেউ এই ব্যবসা করতে পারে। সরকারি বা বেসরকারি জব এর মত এখানে রিটারমেন্ট (অবসর ) বলে কিছু না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন