নমস্কার বন্ধুরা।
আমি আপনাদের সাথী ও সহযাত্রী। আমি দীর্ঘ সময় যাবৎ Livelihood Promotion কাজে যুক্ত। এবং বর্তমানে এই কাজের সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজিনেসের ভবিষৎ সম্ভাবনা ও সুযোগ । অধিক সংখ্যক আগ্রহী ও উদ্যমী মানুষের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করে চলেছি। 
এই কাজে যুক্ত হয়ে। এবং মাঠে ময়দানে কাজ করতে গিয়ে। টিমের বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুঝার চেষ্টা করছি। সময়ের মধ্যে বিজনেসে প্রত্যাশিত সফলতা না পাওয়ার পিছনে আমাদের সীমাবদ্ধতা ও  দুর্বলতা  কি ও কোথায়। 
তাতে আমার মনে হয়েছে। আমাদের যথার্থ,সময়োপযোগি ও ব্যবহারিক জ্ঞানের অভাব। যথাযতভাবে Invitation, Business Presentation, Rejection Clear & Counselling করার অহেতুক ভয় ও দুর্বলতা। ফলস্বরূপ মাঝপথেই স্বপ্ন ভঙ্গ ও বিজিনেস থেকে কুইট করে যাওয়া।
তাতে আমার মনে হয়েছে। আমাদের যথার্থ,সময়োপযোগি ও ব্যবহারিক জ্ঞানের অভাব। যথাযতভাবে Invitation, Business Presentation, Rejection Clear & Counselling করার অহেতুক ভয় ও দুর্বলতা। ফলস্বরূপ মাঝপথেই স্বপ্ন ভঙ্গ ও বিজিনেস থেকে কুইট করে যাওয়া।
যদিও বর্তমানে Knowledge বা নিজেকে Educated করার  অনেক  মাধ্যম রয়েছে। যেমন  You tube , Blog Website, Books ও ট্রেনিং সিস্টেম রয়েছে। কিন্তু অধিকাংশই হিন্দি বা ইংরেজিতে। অনেক সময় বাংলা ভাষাভাষি বন্ধুদের  যা বুঝতে বেশ কঠিন। তাই এই Blog  এর মাধ্যমে বাংলা ভাষায় বিষয় গুলো উপস্থাপনা বা তুলে ধরার এক প্রয়াস। 
এই Blog এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব Direct Selling Business এ Successful ব্যক্তিদের জীবন কাহিনী। সেই  সঙ্গে  ব্যবহারিক Knowledge ও Step
by Step কি প্রকার System অনুসরণ করা প্রয়োজন। যে Knowledge ও System অনুসরণ করে আমি ও আমার টীম সফলতা পাচ্ছি। 
 আমার বিশ্বাস। এই উদ্যোগ আমার বিজিনেস পার্টনারদের  সঙ্গে সঙ্গে বাংলা ভাষাভাষী বন্ধুদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ডাইরেক্ট সেলিং বিজিনেসে সফল হতে সহায়তা করবে।  
                                                                                                                                                                   আপনাদের বিশ্বস্থ 
                                                                                                                                                                      বৃহস্পতি মাহাত 
0 মন্তব্যসমূহ