নেটওয়ার্ক মার্কেটিং কি

 Hi বন্ধুরা !
কেমন আছেন? আশাকরি ভালো আছেন। সুস্থ আছেন। 
আসুন আজকে আমরা নেটওয়ার্ক মাকেটিং নিয়ে আলোচনা করি। প্রথমত নেটওয়ার্ক মার্কেটিং কি  বোঝার চেষ্টা করি। 
একে বিভিন্ন নাম বা বিভিন্ন ভাবে আমরা জানি বা শুনে থাকি। যেমন -নেটওয়ার্ক মার্কেটিং , মাল্টিলেভেল মার্কেটিং ও ডাইরেক্ট সেলিং। কিন্তু নাম আলাদা আলাদা হলেও  বিষয়বস্তু এক। একই সিস্টেমকে বোঝানো হয়। 
মূলত, এটা এক মাকেটিং কৌশল বা পদ্ধতি যাকে মাধ্যম করে কোনো পণ্যদ্রব্য (প্রোডাক্ট ) বা পরিষেবা (সার্ভিস ) কোম্পানি থেকে উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয়।
আসুন, এক উদাহরণ এর সাহায্যে বোঝার চেষ্টা করি।  
ট্রাডিশনাল(চিরাচরিত) সিস্টেম  বা পদ্ধতি আমরা সকলেই জানি। কেননা আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত  জীবন ধারণ ও সমাজের নিয়মে সারা জীবন কিছু না কিছু পণ্য কিনে থাকি। আর সেগুলো কাছাকাছি দোকান বা মার্কেট থেকে কিনে থাকি। এই যে পণ্য বা প্রোডাক্ট আমরা সামনা সামনি দোকান বা মার্কেট থেকে পায়। প্রোডাক্টটি কোম্পানি থেকে বিভিন্ন সিস্টেম বা লেভেল অতিক্রম করে আমাদের কাছে পৌঁছায়। যা আমরা প্রয়োজন ভিত্তিক দোকান থেকে সংগ্রহ করি। 
অন্যদিকে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আমাদের দরকারি পণ্য বা প্রোডাক্টটি কোম্পানি থেকে সরাসরি কনসিউমার বা উপভোক্তা বা আমাদের কাছে পৌঁছায়। মাঝখানে কোনো লেভেল বা মাধ্যম থাকে না। 
চিরাচরিত প্রণালিতে (ট্রাডিশনাল সিস্টেম ) কোম্পানি থেকে রিটেইলার বা দোকানদার এর কাছে বিভিন্ন ধাপ বা লেভেল অতিক্রম করে পণ্যটি আমাদের কাছে পৌঁছায়। এর জন্য বিভিন্ন লেভেলে প্রোডাক্ট অনুসারে কমিশন দিতে হয়। এছাড়াও অন্যান্য খরচ এর সাথে যুক্ত হয়। তাই স্বাভাবিকভাবেই  প্রোডাক্টটির মূল্য বেড়ে যায়। 
অন্যদিকে নেটওয়ার্ক মার্কেটিং এ যেহেতু কোম্পানি থেকে আমরা সরাসরি প্রোডাক্টটি পেয়ে থাকি। তাই বাড়তি কোনো খরচ প্রোডাক্ট মূল্যে যুক্ত হয় না। এই জন্য প্রোডাক্টটি বাজার মূল্য থেকে তুলনামূলক কম মূল্যে আমরা পেয়ে থাকি। গুনগত মান হিসাবে বাজারজাত অন্যান্য প্রোডাক্ট থেকে কোনো অংশে কম থাকে না। বলা ভালো কোনো কোনো ক্ষেত্রে গুনগত মান তুলনামূলক বেশি থাকে। 
আর এই সুযোগ পেতে গেলে উপভোক্তাদের বিনামূল্যে এক ID বা ডিস্ট্রিবিউটরশীপ নিতে হয়। যেখানে এই ডিস্ট্রিবিউটরশীপ  ট্রাডিশনাল সিস্টেমে পেতে গেলে বা নিতে গেলে, অনেক টাকা সিকিউরিটি মানি হিসাবে জমা রাখতে হয়। 
এই সিস্টেমে যেহেতু মাঝখানে কোনো চার্জ বা বাড়তি অর্থ কোম্পানিকে ব্যয় করতে হয় না। কোম্পানি সেই অর্থ কমিশন হিসাবে ডিস্ট্রিবিউটরদের মধ্যে বিতরণ করে দেয়। 
                                                                                                                                            ( ক্রমশ )


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নেটওয়ার্ক মার্কেটিং কি

নেটওয়ার্ক মার্কেটিং কেন করব

ট্রাডিশনাল মার্কেটিং ব্যবস্থা