সাফল্যের জন্য পরিকল্পনা
আপনি জীবনে অনেক উপরে উঠতে ইচ্ছুক। অনেক অর্থ উপার্জন করতে চান। কিন্তু এই সম্বন্ধে আপনার সঠিক, স্পষ্ট ও স্বচ্ছ ধারণা আছে কি ? এই সম্পর্কে আপনার, এক সঠিক ধারণা থাকা উচিত যে ,আমি বর্তমানে কোথায় আছি। এবং কোথায় যেতে চাই। অর্থাৎ যাত্রা পথের শেষে কোথায় পৌঁছাতে ইচ্ছুক।
আমার জীবন, সেই সঙ্গে আমার ফ্যামিলি সদস্যদের জীবন, কিরূপ দেখতে চাই। তাদের অর্থনৈতিক, সামাজিক অবস্থা কি রকম হবে ,তা দেখতে চান । সর্বোপরি ভবিষ্যতে কত টাকা রোজগার করতে চান।
যেমন মাসে ১০০০, ৫০০০,১০০০০,২০০০০,৫০০০০ বা ১০০০০০ টাকা। বা তারও বেশি। এই সম্পর্কে এক স্পষ্ট ও স্বচ্ছ ধারণা থাকা। এই ধারণা সঠিক স্বচ্ছ ও স্পষ্ট না থাকলে,আমাদের অন্ধকারে হাতড়াতে হবে। আমাদের সারা জীবন কাটাতে হবে, লক্ষ্যহীন অন্ধকারের মধ্যে।
অন্ধকারের মধ্যে জীবন কাটানো, এর চাইতে আর কিছু দুঃখের হতে পারে না। তাই কোথায় চলেছেন কত টাকা রোজগার করতে চান তা স্বচ্ছ ও স্পট ভাবে মনে মনে ছবি আঁকুন। অথবা খাতাতেও লিখে রাখতে পারেন।
এর পর পরিকল্পনা তৈরি করুন। লক্ষ্য মাত্রা ঠিক করুন। যেমন ১০ বছর, ৫ বছর , ৩ বছর, এই ভাবে। তারপর ১২ মাসের। প্রতি ৩ মাসের। ১ মাসের। প্রতি সপ্তাহের, প্রতি দিনের ও সম্ভব হলে প্রতি ঘন্টারও করতে পারেন। তবে পরিকল্পনা হবে নির্দিষ্ট ও বাস্তবসম্মত।
এর পর পরিকল্পনাটি রূপায়ণের জন্য নেমে পড়ুন। এই প্রসঙ্গে মনে রাখবেন -
গঙ্গা ফড়িং এর কাছ থেকে শিক্ষা।
আমরা দেখেছি। গঙ্গা ফড়িংরা আলোর প্রতি আকৃষ্ট হয়। ধরুন ঘরের মধ্যে আলো জ্বলছে। কাছের জানলা দিয়ে সেই আলো বাইরে এসে পড়ছে। কাঁচের জানালার একটা পাল্লা খোলা। অন্যটা বন্ধ। ঘরের কাছে কোথাও একটা গঙ্গা ফড়িং ঘুরছিলো। আলোর সন্ধান পেয়ে এবার সে সেটার কাছে পৌঁছানোর জন্য জানালা দিয়ে ঘরের ভিতর পৌঁছানোর জন্য চেষ্টা করতে লাগল। ফড়িং টি বন্ধ কাঁচের পাল্লায় এসে ধাক্কা মারল। এক বার ,দু বার এই ভাবে অনেকবার একই জায়গায় ধাক্কা মারতে মারতে এক সময় ক্লান্ত হয়ে পড়ে গেল। ফড়িং টি বুঝতে পারল না,যে সে আর ক ইঞ্চি বা দিকে গেলেই সে জানালাটা খোলা পেত।
এখান থেকে আমরা কি শিক্ষা পাই :
কখনো একটা পথ বেছে নিয়ে। সেই পথকেই দৃহভাবে ধরে রেখে। সেই পথেই সব সময় অবলম্বন করে। নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা না করা। আরও কি পথ আছে। সেগুলোও খুঁজে চলতে হবে প্রতিনিয়ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন