সাফল্যের জন্য পরিকল্পনা- ২

বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই ব্যস্ত। অতি ব্যস্ত। আমাদের কাছে সময়ের খুব অভাব। বন্ধুদের সঙ্গে আলোচনাতে আমরা তুলে ধরি সময়ের কথা।  সময়ের অভাবের কথা। আমরা এটাও তুলে ধরি , দিন রাত মিলিয়ে যে ২৪ ঘন্টা। সেটাও মাঝে মাঝে কম পড়ে । আমাদের দৈনন্দিন কাজ শেষ করতে।

কিন্তু সত্যিই কি তাই ! আসুন একবার  ফিরে দেখা যাক। প্রত্যেকের জন্যই ২৪ ঘন্টা। যেমন দেশের প্রধানমন্ত্রী, রিলায়েন্স কর্নধার ,টাটা, আম্বানি, মিলিনিয়র, বিলিনিয়ের এদের জন্যও ২৪ ঘন্টায় সময়।  এই সময়টাকেই ভালোভাবে পরিকল্পনা করে খরচ করেন। আর তাতেই তাঁরা নিজেদের আর্থিক ও সামাজিক ভাবে কোন স্তরে নিয়ে গেছেন, তা আমরা সকলেই জানি। 

এই ২৪ ঘন্টা সময়কে, যদি আমরা একটু ভেঙে ভেঙে  দেখি। তাহলে কিরকম দাঁড়ায়। 

প্রথমেই আসা যাক। আমাদের স্বাস্থ্য বিষয়ে। আমাদের শরীর স্বাস্থ্যকে স্বাভাবিক মোটামুটি নীরোগ  রাখার জন্য, পর্যাপ্ত ঘুমের খুবেই প্রয়োজন। তাই আমাদের কমপক্ষে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন। এই প্রয়োজনটা  ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হতে পারে। কারো কম। কারো বেশি। 

বাকি ৮ ঘন্টা কাজের জন্য। যারা সরাসরি কোন না কোন জব বা সেলফ এমপ্ল্যামেন্ট বা কৃষিকাজ  কাজের সঙ্গে যুক্ত, তাদের সম্পূর্ণ ৮ ঘন্টা সময় দিতে হয় কাজের ক্ষেত্রে।  আবার পরিবারের জন্য কমপক্ষে ৪ ঘন্টা সময় দেওয়া একান্ত প্রয়োজন। 

তাহলে মোট ২০ ঘন্টা সময় খরচ করতেই হবে। পারতপক্ষে এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। তাহলে আমাদের কাছে থাকলো বেঁচে ৪ ঘন্টা। 

আর এই ৪ ঘন্টা সময়কে আমাদের ভালো ভাবে পরিকল্পনা করে,যার যেমন সুবিধা, কাজে লাগাতে হবে। সে কোন নতুন স্কিল শেখার, বা কোন নতুন বিজিনেস শুরু করা।  আর এটা যদি আমরা করি বা করতে পারি। তাহলেই আমরা আমাদের জীবনকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারব বলে মনে করি।

বিষয়টা শুনতে অবাক লাগলেও বাস্তব। হ্যাঁ, তবে এটা কঠোর ভাবে মেনে চলতে হবে। এবং অতিঅবশ্যই নিয়মিত ভাবে। বলা ভালো নো কম্প্রোমাইজ।   

শীত গ্রীষ্ম বর্ষা জীবনে যেমন স্নান খাওয়া ঘুম নন নেগোশিয়েবল। তেমনি এই ৪ ঘন্টা সময় কোন অজুহাত না দেখিয়ে একান্ত নিষ্ঠার সঙ্গে ,কাজ করে যেতে হবে। আর এর জন্য মজবুত পরিকল্পনা করতে হবে। সেই সঙ্গে অতিঅবশ্যই পরিকল্পনাকে সম্মান দিতে হবে। 

তবে শুধু পরিকল্পনা করলেই হবে না। সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বলা ভালো অ্যাকশন নিতে হবে। 

বন্ধুরা,আমরা কথাটা শুনেছি বহু বার। কিন্তু অনুসরণ করেছি কজন। সেটাই লাখ টাকার প্রশ্ন।         

বন্ধুরা-যে কোনো কাজ শুরু করার কোন বয়স বা সঠিক সময় বলে কিছু নেই। সব সময়েই সঠিক সময়।  এখনো সময় আছে। আসুন আমরা পুনরায় নতুন ভাবে শুরু করি। নিজেদের এক নতুন উচ্চতায় নিয়ে যাই । এক নতুন ইতিহাস রচনা করি।  



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নেটওয়ার্ক মার্কেটিং কি

নেটওয়ার্ক মার্কেটিং কেন করব

ট্রাডিশনাল মার্কেটিং ব্যবস্থা