Power of Knowledge -জ্ঞান শক্তি

বন্ধুরা! জ্ঞান শক্তি। যে কোন পেশাতে, উক্ত পেশা সম্পর্কে জ্ঞান বা শিক্ষা কেন জরুরি। কেন আমাদের প্রতিনিয়ত শিক্ষা নিতে হয়। তা আমরা প্রত্যেকেই জানি, বুঝি। কিন্তু বাস্তব ক্ষেত্রে কতটা পালন করি। অনুসরণ করে চলি!

ধরাযাক। চিকিৎসা পেশা। এই পেশাতেও যারা জড়িত।  তাঁদের ৫ বৎসরের কোর্স ও সেই সঙ্গে ২ বছরের শিক্ষানবিস হিসাবে কাজ শিখতে হয়। তারপর চিকিৎসা করার অনুমতি পায়। তাবলে এখানেই তাঁদের শিক্ষা শেষ হয়ে যায় না। তাঁদেরও প্রতিনিয়ত পড়তে হয়। কেননা নতুন নতুন রোগের উপসর্গ নিয়ে রোগীরা আসেন চিকিৎসা করাতে। তাই নতুন নতুন ড্রাগস্ বা মেডিসিন সম্পর্কে জানতে হয়। খবরাখবর রাখতে হয়। তাহলেই ভালো  চিকিৎসক হতে পারে। যার যত বেশি জ্ঞান।  তার তত বেশি পশার। নাম যশ। 

তেমনি এক একজন ভালো উকিল হইতে গেলে। তাঁকেও নিয়মিত আইনের বিষয় অধ্যয়ন করতে হয়।  তবেই সে ভালো  উকিল হতে পারে। কেননা আমরা জানি, দেখতে পায়। একজন উকিল সারাদিন কোর্টে কাজ করে। দিনের শেষে ৫০০-১০০০ টাকা রোজগার করতে নাস্তানাবুদ হয়। অন্য দিকে অপর উকিল ২-৩ ঘন্টার জন্য কোর্টে উপস্থিত থেকে লাখ টাকা রোজগার করে। কেউ কেউ কোটি টাকা করে।  

বিষয়টা অন্য কিছু না। শিক্ষা। জ্ঞান বা নলেজ এর খেলা।  যে, যে পেশার সঙ্গে যুক্ত।  সে, সেই পেশার বিষয়ে কতটা জানে। বিষয়ের কতটা গভীরে পৌঁছাতে সক্ষম। তার উপরেই তাঁর সফলতা ও বিফলতা নির্ভর করে। কিছু পেশা আছে। যেখানে প্রবেশে করতে। প্রথমাবস্থায় ছাড়পত্র মেলে ডিগ্রি থাকলেই। কিন্তু  একমাত্র ডিগ্রি থাকলেই  সফল হওয়া যায় না। 

যদিও ডাইরেক্ট সেলিং বিজিনেসে কোন প্রথাগত ডিগ্রি বা ডিপ্লোমার  প্রয়োজন পড়ে না। ডাইরেক্ট সেলিং বিজিনেসে, আমরা যারা কাজ করছি। তারা কে কতটা বিজিনেসের গভীরে পৌঁছাতে পারছি বা পেরেছি। শিক্ষা নিতে পেরেছি। প্রতিনিয়ত জ্ঞান আহরণ করছি। তার উপরে আমাদের সফলতা নির্ভর করছে। 

এখানেই শিক্ষার গুরুত্ব বা ভূমিকার কথা আসে। এই বিজিনেস ডুপ্লিকেশন বা জেরক্স এর বিজিনেস।  আমি যেমন ভাবে ভাবব। যেমন আচার আচরণ করব। যে ভাবে বিজিনেস প্রেজেন্টেশন দেব। যে ভাবে লোকদের সঙ্গে কমিউনিকেশন করব।  আমার টিমের অন্যরাও সেটাই অনুসরণ করবে। এবং আমার কাছে যতটা  শিক্ষা বা জ্ঞান থাকবে। আমি ততটা জ্ঞানেই আমার টীম মেম্বারদের দিতে পারব।

 একটা উদাহরণ নেওয়া যাক। 

জৈনক ব্যক্তি থলি হাতে বাজারে গিয়েছিলেন। বাজারে গিয়ে তাঁর প্রয়োজন মত আলু, পেঁয়াজ, পটল, কুমড়ো ইত্যাদি বাজার করে। থলি ভর্তি করে বাড়ি ফিরছিলো। পথে একজন বন্ধু তাকে দেখতে পেয়ে ; তার কাছ থেকে এক টুকরো আদা চেয়ে বসে। ব্যক্তিটি বলে ওঠে আমার থলিতে আদা নেই। কেননা সে আদা বাজার করে নি। এর মানে হল যার কাছে যা থাকবে। অন্য কেউ চাইলে তাকে সেটাই দেবে। যা থাকবে না। তা কেমন করে দেবে। তেমনি আমি যে  পরিমান জ্ঞান বা শিক্ষা নিয়েছি। নিয়ে চলেছি। যে পরিমান বিষয়টা আমার মস্তিষ্কে থাকবে। সেখান থেকে টিমের প্রয়োজন মত। ততটাই  দিতে পারব। 

শিক্ষার গুরুত্ব অসীম। যত বেশি নিজের মধ্যে নলেজ থাকবে। তত বেশি আত্মবিশ্বাস পাব। নিজের সঙ্গে সঙ্গে টীম মেম্বারদের সঠিক ভাবে গাইড করতে পারব। বিজিনেসে উন্নতি করতে পারব। তাই আসুন আমরা শিক্ষার সুযোগ নিতে সর্বদা তৎপর থাকি।   


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ