Dream স্বপ্ন

 Dreams are not what you see in sleepy; dreams are those that do not let you sleep.
                (স্বপ্ন সেটা নয় যা ঘুমের মধ্যে দেখো । স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না)                                                                                                                                                               -Dr. A P J Abdul Kalam


বন্ধুরা, আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি। তা ঘুমের মধ্যে হোক অথবা জেগে জেগে হোক। মোট কথা আমরা স্বপ্ন দেখি। প্রচলিত একটা কথা আছে। ছেঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখা কি মানায়। এখানে বলতে ইচ্ছে করে ছেঁড়া কাঁথায় শুয়ে আছি বলেই তো লাখ টাকার স্বপ্ন দেখার বিলাসিতা। 
স্বপ্ন দেখা কোনো অন্যায় নয়। মানুষেই একমাত্র প্রাণী যে স্বপ্ন দেখতে সক্ষম। বরঞ্চ স্বপ্ন  আমাদের ভালো কাজ, জীবনকে এগিয়ে চলতে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এগিয়ে যেতে প্রেরণা যোগায়। সে ১০০০ বা ১০০০০০ জনের এক্টিভ টীম মেম্বার হোক না কেন! 
আচ্ছা আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা কার? কখনো কি ভেবে দেখেছি। আপনারা হয়ত বলবেন এটা আবার কি কথা। হাঁ বন্ধুরা! যদি আমরা স্বপ্ন দেখি সেটা আমার ,একান্তই আমার নিজের। তাহলে স্বপ্ন যদি নিজের হয়, তাহলে কে পূরণ করবে ? স্বাভাবিক ভাবেই উত্তর হবে আমি। আর এখানেই আমাদের ভাবার অবকাশ থাকে। 
এই খানেই একটা প্রশ্ন আসে। স্বপ্ন যদি আমার হয় ,পূরণ করার বা এচিভ করার দ্বায়বন্ধতাও  আমার। বড় জোর আমার চলার পথে কিছু লোক পেতে পারি। কিন্তু লক্ষ্যে পৌঁছাতে নিজেকেই চালিত করতে হবে। কোনো ভাগ্য ,সময়  ও সুযোগকে দোষারুপ করা উচিত না। অন্তত লক্ষ্যে পৌঁছাতে পথ চলার শুরুটা নিজেকেই করতে হবে। 

আরো একটা বিষয় এখানে আসে। তাহল আমরা যে স্বপ্ন দেখি, সেটা কতটা পরিষ্কার স্পস্ট দেখতে পাচ্ছি। কেননা গহন অন্ধকার রাত্রে টর্চের আলোতে পাড় থেকে আলো ফেলে,যতটা জল দেখতে পায়, তাতে কোন দীঘি মনে হয়। কিন্তু  দিনের আলোতে সেটাই দীঘি না হয়ে বিস্তীর্ণ জলরাশি পূর্ণ সমুদ্র ছিল।

এই জন্য স্বপ্ন গুলোকে পরিষ্কার ও সুস্পট  দেখা ,সেই সঙ্গে লিপিবদ্ধ করা। এবং বার বার দেখা উচিত; যাতে মস্তিষ্কে স্থায়ীভাবে থেকে যায়। 
আসুন শব্দটাকে একটু ভেঙে ভেঙে দেখা যাক। স্বপ্ন, DREAM (ড্রিম ) । 

D=Dedication(ডেডিকেশন ):
বিজিনেসে যোগদান করেছি। বড় ইনকাম করতে। বড় টীম বানাব। তা পূর্ণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ  থাকা । কোনো পার্থিব বাধাকে বাধা  হিসাবে না মানা। এলেও তা দূর করে এগিয়ে যাওয়া।  লক্ষ্য যতক্ষন না অর্জন হচ্ছে ; লক্ষ্যে পৌঁছাতে পারছি না, এগিয়ে চলা।  
R=Responsible(রেসপন্সিবল ):
স্বপ্ন আমার ,বিজিনেস আমার দায়িত্ব আমাকেই নিতে হবে। বাইরে থেকে অন্য কেউ দ্বায়িত্ত্ব নিতে পারে না। এই মানসিকতা নিয়ে আমাদের চলা উচিত। আপলাইন এর প্রতি যেমন দ্বায়িত্ত্ব থাকে, সময় মত কাজের রিপোর্ট করা, সমস্যা সমাধানের জন্য পরামর্শ করে এগিয়ে চলা। অন্যদিকে ডাউনলাইন এর প্রতি আমার দ্বায়িত্ত্ব ও কর্তব্য পালন করা। কেননা এই দুই পক্ষই আমার স্বপ্ন পূরণে একান্ত পরিপূরক, আবশ্যসিক। এদের ছাড়া তাঁদের স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে আমার  নিজের স্বপ্ন পুরন অসম্ভম। 
E= Education (এডুকেশন ):
শিক্ষা। আমরা জানি যে বিষয়ে সফলতা পেতে গেলে সেই বিষয় সম্বন্ধে জানতে হবে। শিখতে হবে। যেমন ছেলে মেয়েদের পড়াতে গেলে, প্রথাগত ডিগ্রির সঙ্গে সঙ্গে ডি. এল. ই. ডি ,বা, বি এইড ডিগ্রি প্রয়োজন। তেমনি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইলে সেই বিষয়ের উপর পড়াশুনা, ডিগ্রি প্রয়োজন। এইরূপ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইলে শিখতে হবে। যদিও এখানে বিশেষ বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমার প্রয়োজন নাই ,কিন্তু বিষয়টা নিয়ে প্রতিনিয়ত জানতে বা শিখতে হবে । 

A= Attitude(এটিটিউড ):
সর্বদা পজিটিভ থাকা। প্রতি জিনিসেই পজিটিভ খুঁজে দেখা। উদাহরণ হিসাবে দেখা যায়। একটি গ্লাসে জল রয়েছে। এটা  আমি এই ভাবেও দেখতে বা ভাবতে পারি। গ্লাসটি অর্ধেক খালি। আবার এটাও ভাবতে বা দেখতে পারি গ্লাসটি অর্ধেক জলে ভর্তি। বিশেষভাবে নেটওয়ার্ক মার্কেটিং কাজে লিডারদের পজিটিভ দিকটাই দেখা। কেননা লিডার যেমন ভাববে দেখবে, তাঁর টীম মেম্বারও সেই রকম ভাববে দেখবে। একেবারে ডুপ্লিকেট বা জেরক্স কপি।  
M=Motivation( মোটিভেশন ):
আমাদের সব সময় মোটিভেটেড, আত্ম প্রত্যয়ে, আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকা প্রয়োজন।  কেননা আপলাইন আমাদের উৎসাহ,প্রেরণা দেবে এটা ঠিক। কিন্তু আপলাইন উৎসাহ না দিলে, বা উৎসাহ না পেলে কাজ করবো না বিজিনেসে আক্টিভ থাকবো না। এটা  হতে পারে না। 

স্বপ্ন দেখুন ,সক্রিয় থাকুন,স্বপ্ন পূরণে এগিয়ে চলুন।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ