
বন্ধুরা ! অন্যান্য বিজিনেসের মত ডাইরেক্ট সেলিং বিজিনেস, এক প্রকার বিজিনেস। অন্যান্য বিজিনেসে যেমন বাজার তেজি, মন্দি ,চড়াও উৎরাও থাকে। সেইরকম এই বিজিনেসেও অবস্থার ভালো মন্দ আছে। এটিকে মনে রেখে। ধরে নিয়েই; সঙ্গে নিয়েই কাজ করে যেতে হবে। বিজিনেসে এগিয়ে যেতে হবে।
যেমন ট্রাডিশনাল বিজিনেস। কেউ নতুন ভাবে। পাড়ার মধ্যে বা মোড়ের মাথায় দোকান দেয়। শুরুতেই দোকানে খরিদ্দার আসে না। কিন্তু দোকানদার নিয়মিতভাবে,সকাল সন্ধ্যা নির্দিষ্ট সময়ে দোকান খুলে বসে থাকে। আবার সন্ধ্যার সময় নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ করে। দোকান মালিক কাস্টমার না পেয়ে হতাশ হন না। দোকান বন্ধ রাখে না। বিজিনেস ছেড়ে দেন না। খরিদার,কাস্টমার আসুক বা না আসুক; নিয়মিতভাবে দোকান খোলা এবং বন্ধ করে। হতাশ বা অধৰ্য্য হন না। মনে আশা এবং একান্ত বিশ্বাস। একদিন না এক দিন কাস্টমার আসবেই।
ধীরে ধীরে কি হয়। একজন দুজন করে কাস্টমার দোকানে উঠতে শুরু করে। এইভাবে চলতে চলতে একদিন দোকানে প্রচুর কাস্টমার আসতে শুরু করে।
সকলেই। আমি আপনি সকলেই অতি দ্রুত সফল হতে চাই । রাতারাতি উন্নতি করতে চাই। সে যেকোন পেশাতে হোক। কিন্তু আমরা ভুলে যায়। যে কোন কাজ বা পেশাতে ধর্য্য ও কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা দাবি করে। যেটা আমরা অবহেলা করি।
আচ্ছা আমরা যারা এই পেশাতে যুক্ত। এই পেশাকে ক্যারিয়ার হিসাবে দেখছি। ভবিষ্যতে মূল জীবিকা হিসাবে ভাবছি। হতে পারে শুরুতে আমরা ততটা সিরিয়াস নয়। কেউ পার্ট টাইম কেউ বা ফুল টাইম। অনেকেই আবার পরীক্ষামূলক ভাবে দেখতে চাই এর গভীরতা। ভবিষৎ সম্ভাবনা।
আমরা কোন না কোন সময়, ভালো ভাবে ভেবে দেখেছি কি? আমরা কি দিনের শেষে; সারাদিনের কাজের মূল্যায়ন করি? সারাদিনের ; ২৪ ঘন্টার মধ্যে কতটা সময় আমাদের দোকান খুলে ছিলাম। অর্থাৎ দিনের কতক্ষন এই বিজিনেস নিয়ে জ্ঞান অর্জন; নতুন নতুন বিষয় শিখতে সময় দিয়েছি। ভাবনা চিন্তা করেছি। কতজন সম্ভাব্য গেস্টের সঙ্গে কথা বলেছি। কথা বললাম।
ভাবুন বন্ধুরা। গভীর ভাবে ভাবুন। সময় নিয়ে ভাবুন। ৬ মাস বা এক বছর এই বিজিনেসে থাকার পর। সেই ভাবে সফলতার স্বাদ না পেয়ে ; বিজনেস ছেড়ে যাওয়ার আগে একবার অন্ততপক্ষে ভেবে দেখুন। আমার জন্য। আমাকে উপরে তোলার জন্য। প্রমোশন দেওয়ার জন্য। আমার ইনকাম বাড়ানোর জন্য। আমার আপলাইন কতটা সময় দিচ্ছে। চেষ্টা করছে।
যেখানে অন্যান্য বিজিনেসে। আমার দোকান ভালো চললে ; পাশের দোকান মালিকের ঈর্ষা হয়। আমাকে ডাউন করার,বিজিনেসের, ক্ষতি করার চেষ্টা করে। সেক্ষেত্রে ডাইরেক্ট সেলিং বিজিনেস। একমাত্র বিজিনেস। যেখানে আমার উন্নতি। আমার সফলতার জন্য অন্য কেউ ভাবে। আমার আপলাইন। আমার টীম মেম্বার্স সময় দেয়। আমার টীম, আপলাইন। আমার বিফলতায় দুঃখ পায়। আমার উন্নতিতে খুশি হয়।
0 মন্তব্যসমূহ