List Building Part-2 (তালিকা তৈরি) পর্ব- ২

প্রথম পৰ্য্যায়ের তালিকা তৈরি শেষ হওয়ার পর। যদিও তালিকা তৈরি শেষ বলে কোন কথা নেই। সময়ের সাথে সাথে, প্রতিনিয়ত তালিকায় নতুন নতুন নাম যুক্ত হতে থাকবে।  যেমন যেমন মানুষের জনের সাথে দেখা হবে, আলাপ হবে, সেই মত তাঁর নাম তালিকাতে সংযুক্ত করে চলতে হবে। 

লিস্ট সর্টিং করার সময় কয়েকটা বিষয় মাথায় রাখলে। বিজিনেসের পরের ধাপে। তালিকা ধরে। যখন আমরা বিজিনেস মিটিং বা সেমিনার আমন্ত্রণ জানাব। বিজিনেস অফার করতে যাব। সেই সময় বাড়তি সুবিধা পাওয়া যায়।

লিস্ট সর্টিং করার পূর্বে। পুনরায় সমগ্র তালিকাটি আরো একবার ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন। তারপর সর্টিং কাজ শুরু করা। এবং এই সময় নাম গুলো তিনটি ক্যাটাগরিতে ভাগ করে নিলে, মনে বা মাথায় এক পরিষ্কার ও স্বচ্ছ ছবি তৈরি হবে। 

  • প্রথম হট লিস্ট : এর মধ্যে যে নাম গুলো পড়বে।  তাঁরা হল খুবেই  কাছের লোক। সর্বদা একে অপরের সঙ্গে যোগাযোগের মধ্যে আছেন। ব্যক্তিগত পরিসরেও আলাপ আলোচনা পরামর্শ দেওয়া নেওয়া হয়। একান্ত বন্ধু ও আত্মীয়। 

  • দ্বিতীয় ওয়ার্ম লিস্ট : পরিচিত ,স্বল্প পরিচিত ও মুখ চেনা। মাঝে মধ্যে দেখা হয়। সৌজন্য বিনিময় হয়। যেমন বাজারে, কোন পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে। যাঁদের মধ্যে বড় স্বপ্ন আছে। স্বপ্ন পুরনের জন্য ঝাঁপিয়ে পড়ে। গতানুগতিক জীবন থেকে বার হয়ে। পৃথক ভাবধারা ,চিন্তা ভাবনা রাখে।  এই ধরনের লোকজন, যাঁরা যে কোন তাৎক্ষণিক চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছে।  
  • তৃতীয় কোল্ড লিস্ট : উপরিউক্ত দুই শ্রেণীর মধ্যে যে নাম গুলো পড়ছে না। সেই নামগুলো কোল্ড লিস্ট এর মধ্যে পড়বে। 

এছাড়াও,
তালিকাটি পেশা বা সামাজিক অবস্থান হিসাবে শ্রেণীবদ্ধ করলে। আরো ভালো হয়। যেমন -
  • চাকুরীজীবি (পার্ট টাইম ,ফুল টাইম)। 
  • ব্যবসয়ী (ছোট ,বড় ও দোকানদার)। 
  • কৃষক (ছোট কৃষক ,মাঝারি কৃষক ও বড় কৃষক) । 
  • বেকার ছেলেমেয়ে ,সাংসারিক কাজে যুক্ত মহিলা। 
  • প্রভাবশালি ব্যক্তি ( সামাজিক ,রাজনৈতিক ও আর্থিক) 
লিস্ট সর্টিং,ফাইনাল করার পূর্বে, এটি অবশ্যই নিজ নিজ এক্টিভ আপলাইন এর সঙ্গে, আলোচনা ও পরামর্শ নিতে হবে। এবং তাঁর মতামত অনুযায়ী লিস্ট ফাইনাল করতে হবে।  

উপরিউক্ত প্রিন্সিপল বা নীতি গুলো এক বেঞ্চমার্ক হিসাবে দেওয়া হল। এছাড়াও নিজের সুবিধা বা পছন্দ অনুযায়ী, সিষ্টেম তৈরি করে, লিস্ট তৈরি বা সৰ্টিং করা যেতেই পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ