বন্ধুরা আমরা জীবনে কেউ বিফল হতে চাই না। সকলেই সফল হতে চাই। কিন্তু কতজন সফল হতে পারি। তেমনি আমাদের বিজিনেসেও সবাই সফল হতে চাই। কিন্তু কতজন সফল হতে পেরেছি বা পারছি।
এই যে সফল হতে পারছি না। কিন্তু কেন ? কখনো ভেবে দেখেছি কি ? ভাবুন ভাবুন, একটু ভেবে দেখুন।
আচ্ছা। যাঁরা জীবনে সফল হয়েছেন। তাঁদের জীবনশৈলী। দৈনন্দিন জীবন যাপন, লক্ষ্য করেছি কি ? যদিও অনেককে চাক্ষুস দেখা সম্ভম না। কিছু সফল ব্যক্তির জীবন যাপন দেখা যায়। বাকিদের দেখতে বা জানতে গেলে তাঁদের জীবনী পড়তে হয়। অনুসরণ করতে হয়। তবেই তো তাঁদের দেখানো পথ ধরে, সফল হতে পারব।
আমরা, প্রায় প্রত্যেকেই যে বিষয়ে আনন্দ পাই । মজা পাই। সেই কাজটাই করে থাকি, ডুবে থাকি। যে কাজে আনন্দ পাই না। সেই কাজ সাধারণত এড়িয়ে চলার চেষ্টা করি। আমরা জানি। একান্তে স্বীকার করি। এই না পছন্দ কাজেই সফলতা লুকিয়ে আছে। সফল ব্যক্তিরা, এই না পছন্দ কাজকেই জোর করে,সম্পন্ন করে। অভ্যাসে পরিণত করে। তাতেই তাঁরা সফলতা পেয়েছে। অবশ্য বর্তমান প্রেক্ষিতে, সব বিষয়ে এই নীতি খাটে না। কিন্তু আমাদের ডাইরেক্ট সেলিং বিজিনেসে। যাঁরা অপসন্দ কাজকেই পছন্দসই করে তোলে। তারাই সফল হচ্ছে।
যেমন ধরা যাক। একজন ছাত্র বা ছাত্রী। যে বা যারা ভালো মার্কস আনে। পরীক্ষায় ভালো ফলাফল করে। তারা প্রচুর পড়াশুনা করে।
পড়াশুনা করতে কার ভালো লাগে! আমরা প্রত্যেকেই যে সময় পড়াশুনা করেছি বা করছি। ভালোভাবেই বুঝতে পারছি। কারো পড়াশুনা করতে ভালো লাগে না। অবশ্যই ব্যতিক্রম ছাত্র ছাত্রী আছেন। তাঁরা ব্যতিক্রমীই।
এই যে না পছন্দ। যাকে আমরা বোরিং কাজ হিসাবে ধরে নি। সেই বোরিং কাজটা যারা ভালো লাগাতে সক্ষম হয়। তাঁরাই পরীক্ষায় ভালো ফলাফল করে। অর্থাৎ ভালো না লাগা কাজ, বা না পছন্দ কাজকেই, যাঁরা ভালোলাগাতে পেরেছে। তাঁরাই সফল।
তেমনি আমাদের বিজিনেসে। আমরা অনেকেই, পরিচিত, স্বল্প পরিচিত, লোকজনের সঙ্গে কথা বলতে; বিজিনেস প্রেজেন্টেশন, প্ল্যান শেয়ার করতে ভয় পায়। পছন্দ করি না। কেননা, এটাই এই বিজিনেসের স্বর্ণ খনির বন্ধ দরজা। এই বন্ধ দরজা একবার খুলে গেলে। বাধাটা যখনই আমরা অতিক্রম করে যাব। ধরে নেওয়া যায়। সেই মুহূর্তে আমরা সাফল্যের কাছাকাছি পৌঁছে যাব।
আসুন। আমরা বোরিং, না পছন্দ, কাজ গুলো করতে শুরু করি। সে না হয়, ছোট ছোট পদক্ষেপ হিসাবে হোক। একবার অভ্যাসে পরিণত করি।
সেই সঙ্গে, আমি বা আমার, কোন কাজ পছন্দ, ভালো লাগে। এবং কোন কাজটা করতে, অপছন্দ করি,ভালো লাগে না। একবার খুঁজে দেখি।
0 মন্তব্যসমূহ