নমস্কার বন্ধুরা। কেমন আছেন ? আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। বন্ধুরা আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি। কি বলেন! দেখি তো। অনেক বড় স্বপ্ন। স্বপ্ন গুলো আবার চাগার দিয়ে ওঠে যখন দেখি আমাদের কাছ দিয়ে আমার মত কেউ ভালো ব্র্যান্ডেড জামাকাপড় পরে আছে। ব্যক্তিগত মোটর বাইক বা চারচাকা গাড়িতে ভ্রমণ করছে। ভালো হোটেল রেস্তরাঁতে খাবার খাচ্ছে।
ছেলেমেয়েদের ভালো প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। ভালো ভালো খাবার, ভালো ভালো ব্র্যান্ডেড পোশাক আশাক কিনে দিচ্ছে। এদের ছেলেমেয়েদের জন্মদিন ঘটা করে বাড়িতে অথবা নামি হোটেলে জাঁকজমক করে পালন করছে। আত্মীয় স্বজন ,বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে ভালো দামি খাবার খাওয়াচ্ছে।
শরীর অসুস্থ হলে। ভালো খ্যাতনামি ডাক্তার দেখাচ্ছে। এমন কি কথায় কথায় শহরের বড় খ্যাতনামা নার্সিং হোমে ভর্তি হচ্ছে। চিকিসৎসা করাচ্ছে।
এক কথায় ভোগ বিলাস সাচ্ছন্দে জীবন অতিবাহিত করছে। এই শ্রেণীর লোকজন সমাজে মান্যগন্য, সমাজের উঁচু স্থানে সব সময় জায়গা পায়। আসন রাখা থাকে। এই শ্রেণীর লোকেরা কোন কিছুতেই কম্প্রোমাইজ বা আপোষ করে না।
অন্যদিকে এক শ্রেণীর মানুষ। যারা প্রতিদিন বাসে ট্রামে বাদুড় ঝুলা ঝুলে ভ্রমণ করছে। সাধারণ খাবার দাবার,ছেলেমেয়েদের সাধারণ সরকারি স্কুল এবং সাধারণ পোশাক অবাক কিনে দিচ্ছে। অসুখ বিসুকে সরকারি হাসপাতলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন লাইন দিয়ে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছে।
ছেলেমেয়েদের জন্মদিন কবে এল। কবে চলে গেল। নিজেদেরই স্মরণে থাকে না। স্মরণে রাখার চেষ্টাও করে না।
এই শ্রেণীর মানুষজন সবক্ষত্রে কম্প্রোমাইজ করে চলে। পরিবারের অন্যান্য সদস্য, ছেলে মেয়ে, স্বামী বা স্ত্রী। যখনই কোন বিশেষ দরকারি চাহিদার কথা ওঠে। গৃহকর্তা বা গৃহকর্তী বলে ওঠেন। ম্যানেজ কর। চালিয়ে নাও। মনে মনে ভাবতে থাকেন। একদিন না একদিন অবস্থার পরিবর্তন হবে। এইভাবে বড় স্বপ্ন ধীরে ধীরে ছোট হতে থাকে। ছোট হতে হতে একসময় চিরতরে হারিয়ে যায়।
দুই ক্ষেত্রেই অর্থের খেলা। এক পক্ষ ১০ -৫টা কাজে যুক্ত। সীমিত রোজগার। এই কাজ করেই হাঁপিয়ে ওঠে। অন্যদিকে অন্য পক্ষ এরা অল্পে সন্তুষ্ট হয় না। অবসর সময়কে কাজে লাগায়। সাথে সাথে সময়কে মাল্টিপ্লাই করে আরো আরো অর্থ রোজগার করে। বড় স্বপ্ন পূরণ করে। আরো বড় স্বপ্ন দেখে। এবং স্বপ্ন পুরণের দিকে এগিয়ে চলে।
বন্ধুরা আসুন আমরা একবার ভেবে দেখি। আমরা কোন শ্রেণীর মধ্যে পড়ি। সব ক্ষেত্রে কম্প্রোমাইজ আপোষ করার দলে। না, আপোষ না করার দলে!
0 মন্তব্যসমূহ