বন্ধুরা! শুভ বিশ্বকর্মা পূজার প্রীতি ও শুভেচ্ছা। আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন পুজো উপভোগ করছেন। আসুন এই ফাঁকে একটু আড্ডা দেওয়া যাক।
অন্যান্য ইন্ডাস্ট্রির মত আমাদের ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মাকেটিং ইন্ডাস্ট্রিও মানুষের সঙ্গে, মানুষের জন্য কাজ। এই কারনে সর্বদা মানুষের সঙ্গে যোগাযোগ বার্তালাপ করতে হয়। বিজিনেসে আমন্ত্রণ, বিজিনেস প্ল্যান প্রেজেন্টেশন, বিজিনেস অফার করতে হয়। এটা আমাদের নিয়মিত কাজের মধ্যে রাখতে হয়।
এই কাজটি সঠিক ও সুষ্ঠূভাবে সম্পন্ন করার জন্য চাই দক্ষতা। কৌশল। বলা ভালো তুখোড় দক্ষতা ও যথাযত কৌশল। এই বিষয়ে নিজেদের উন্নত,পরিশীলিত, সুচারু রূপে তৈরি করতে হলে। এর উপর কাজ করতে হবে। এবং তা করতে হলে। প্রথমেই আমারা একবার নিজের ভিতর ঝাঁকুনি দিয়ে দেখে নেওয়া যাক। এই কাজটির জন্য কোথায় কোথায় উন্নতি বা কাজ করার প্রয়োজন আছে।
এই প্রেক্ষাপটে আমার নিজের কোথায় শক্তি ,দুর্বলতা ,সুযোগ ও বাধা বা ভয় রয়েছে। এক পদ্ধতির মাধ্যমে সহজ ভাবে বুঝে নেওয়া যাক। এই পদ্ধতি সংক্ষেপে ইংরেজিতে হয় SWOT
এই কাজে আমার দক্ষতা কি কি রয়েছে।
W =(Weakness)দুর্বলতা
আমার দুর্বলতা কি রয়েছে।
O=( Opportunity) সুযোগ
আমার সুযোগ কি রয়েছে।
T = Threat (থ্রেট) বাধা,ভয়। আমার বাধা বা ভয় কোথায়। কোন বিষয়ে আমি আটকে যাচ্ছি। যা পার হতে, পার করতে পারছি না।
এখন আমাদের মনে প্রশ্ন আসছে ,এটা আমরা কেন করব। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সফলতা পাওয়ার জন্য মোটামুটি যে ধাপ গুলো অনুসরণ করতে হয় পার হতে হয়। তাহল -
- Product use প্রোডাক্ট ব্যবহার।
- List Making লিস্ট তৈরি।
- Business Presentation যোগাযোগ বা বিজিনেস প্রেজেন্টেশন এর জন্য আমন্ত্রণ জানানো। এবং বিজিনেস প্রেজেন্টেশন দেওয়া। হতে পারে সেটা একের সঙ্গে এক। বা কারো পরিবারে উপস্থিত থেকে এক সঙ্গে ৮- ১০ জন ব্যক্তিকে এক সঙ্গে । অথবা এক সঙ্গে ১০০-১৫০ ব্যক্তিকে কোন সেমিনার হলে।
- Plan share(প্ল্যান শেয়ার) প্ল্যান দেখানো।
- Follow (ফলো আপ) অনুসরণ করা।
- Doubt Clear সন্দেহ দূরীকরণ।
- Sale Closing (সেলস ক্লোসিং)
- ভবিষৎতের জন্য ইউজার বা নেটওয়ার্ককার হিসাবে গড়ে তোলা।
উপরেউল্লেখিত কাজগুলো করতে গিয়ে আমাদের কোথায় শক্তি, দুর্বলতা ,সুযোগ ও বাধা বা ভয় হচ্ছে। তা এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে চিহ্নিতকরণ বা নির্ধারণ করা। এই কাজটি সম্পন্ন হয়ে গেলে তা দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন তা গ্রহণ করতে হবে। আমাকে নতুন ভাবে শিখতে হবে নিজেকে উন্নত করতে হবে। তাহলেই পাব কাঙ্খিত সফলতা। হবে স্বপ্ন পুরণ।
0 মন্তব্যসমূহ