আশাকরি সকলেই কুশল আছেন। গত পর্বে আমরা জেনে ছিলাম আমাদের বন্ধু বিকাশের মতামত। বিজিনেস সম্পর্কে তাঁর চিন্তা ভাবনা। সেই সূত্র ধরেই আজকে আরো একটু গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করা যাক।
এখানে উল্লেখ করা বা এক উদাহরণ দিয়ে আলোচনাটা শুরু করলে বোধহয় বুঝতে সুবিধা হয়। বাঘ যেমন শিকার ধরার পূর্বে। কিছু সময় ধরে। স্থির ভাবে আক্রমনের জন্য পজিশন নেয়। সময় নিয়ে। শিকারের প্রতিটি আচরণ গতিবিধি পর্যবেক্ষণ করে। সমস্ত এনাৰ্জি কেন্দ্রিভুত করে। তার পর নিমেষে শিকারের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। এবং শিকারকে বন্দি করে। সেই রূপ আমাদেরও প্রত্যেক টীম মেম্বার ফিল্ডে ঝাঁপিয়ে পড়ার পূর্বে, নিজের নিজের অবস্থান উন্নতি বা অগ্রগতি কি ও কোন লেবেলে দাড়িয়ে আছি। তা এক বার দেখে নেওয়া প্রয়োজন।
সব চাইতে ভালো হয়। আমাদের শুরুতে ফিরে যাওয়া। না বন্ধুরা! শুরুতে ফিরে যাওয়ার অর্থ পুনরায় নতুন ভাবে বিজিনেস শুরু করা নয়। এখানে শুরুতে ফিরে যাওয়ার অর্থ। বিজিনেস শুরুর শুরুতে আমাদের আশা প্রত্যাশা কি ছিল। আমরা কি স্বপ্ন নিয়ে এই বিজিনেস শুরু করেছিলাম। সেখান থেকে আমি বর্তমানে কতটা স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পেরেছি। আমাদের ইনকাম কতটা বেড়েছে। সেটাকেই ফিরে একবার দেখে নেওয়া। এবং অবশ্যই দুর্বলতা গুলো চিহ্নিতকরণ করা।
আমাদের এটাও ভেবে দেখা প্রয়োজন - আমার ইনকাম গত মাসের চাইতে এমাসে বেড়েছে কি কমেছে? বা একই অংকে স্থির আছে। সেই সঙ্গে দেখে নেওয়া আমার টীম মেম্বাদের ইনকাম কার কোথায় দাঁড়িয়ে আছে। না, কম বেশি হচ্ছে। যদি ইনকাম নিচের দিকে নামছে বা এক অংকে স্থির আছে। তাহলে বুঝতে হবে। আমাদের কোথাও না কোথাও ঘাটতি হচ্ছে। আমরা যথাযথ ভাবে সিষ্টেম অনুসরণ করছি না। আমরা বিজিনেসে সময় ও মনোনিবেশ করতে পারছি না। আমরা বর্তমানে যে লেভেলে পৌঁছেছি। যে যত পরিমানে অর্থ ইনকাম করছি। জেনে থাকবেন আমরা সেই পরিমান দক্ষতা বা স্কিল এবং টেকনিক জানি। যা প্রয়োগ করে এই জায়গায় পোঁছেছি। এই নলেজ,স্কিলস বা টেকনিক কাজে লাগিয়েই এই ইনকাম আসছে।
এখন প্রশ্ন হল। আমাদের ইনকাম বাড়াতে গেলে। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে। কি কি পদক্ষেপ নিতে হবে। এখানে একটাই উত্তর - আমাদের নলেজ এর সঙ্গে সঙ্গে স্কিলস ও টেকনিক বাড়াতে হবে। আর এর জন্য অতিঅবশ্যই আমাদের প্রতিনিয়ত শিখতে হবে। আমাদের নতুন নতুন স্কিলস ও টেকনিক শিখে চলতে হবে। যা প্রয়োগ করেই আমরা আমাদের প্রত্যাশিত অর্থ রোজগারের জায়গাতে পৌঁছাতে পারব।
এ বিষয়ে আপনাদের কি মতামত। উত্তরের অপেক্ষায় রইলাম বন্ধুরা।
.png)
0 মন্তব্যসমূহ