Strategy of Business Success (বিজিনেসে সফলতার কৌশল)

নমস্কার বন্ধুরা !
আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। দুর্গাপূজা ও দীপাবলি পার্বনের এক দীর্ঘ মরশুম শেষ। এবারে আমাদের বিজিনেসে সময় ও মনোযোগ দেওয়া প্রয়োজন। কয়েকদিন পূর্বে কথা হচ্ছিল আমার বন্ধু বিকাশ এর সঙ্গে। বিকাশ বলছিল - স্যার। পার্বনের মরশুম তো শেষ। এবারে সবাই একটু জোর দিয়ে ফিল্ডে ঝাঁপিয়ে পড়া যাক। আমি বললাম - হ্যাঁ সঠিক বলেছেন। এটাই তো আমাদের কাজ। আমাদের সকলকেই এই কাজ করতে হবে। এই কাজটাই তো আমরা এতদিন যাবৎ করে আসছি। এবং করে চলতে হবে। কেননা আমাদের ডাইরেক্ট সেলিং বিজিনেস মানুষের সঙ্গে কাজ। তাই যত বেশি সংখ্যক মানুষের মাঝে পৌঁছাব ততটাই বিজিনেসের জন্য ভালো। বিজিনেসে সফল হওয়ার হার তত বেশি। একটা উদাহরণ এর সাহায্য নেওয়া যাক। 

ধরা যাক কারো টিমে ১০ জন টীম মেম্বার আছে। তাঁরা যদি এক সপ্তাহে প্রত্যেকে ৩ টি করে প্ল্যান শেয়ার করে তাহলে সপ্তাহে মোট প্ল্যান শেয়ার হয় ৩০ টি। বিজিনেসে জয়েনিং হার যদি নূন্যতম ৬০ শতাংশ ধরা হয়। তাহলে প্রতি সপ্তাহে ১৮ জন নতুন ভাবে টীমে যোগদান করবে। এই হিসাবে প্রতি মাসে যোগদানের করবে ৭২ জন। আবার যদি প্রতিদিন ১০ জন টীম মেম্বার ৩ টি করে প্ল্যান শেয়ার করে। এবং মাসে ৩০ দিন কাজ করে। তাহলে হিসাব দাড়ায় ১০ গুণিতক ৩, গুণিতক ৩০ মোট প্ল্যান শেয়ার হয়  ৯০০ টি। অর্থাৎ টিমের  সবাই মিলে ৯০০ জন মানুষের কাছে পৌঁছাচ্ছি। আগের হিসাবে ৬০ শতাংশ যোগদানের রেট ধরলে। বিজিনেসে মোট নতুন মেম্বার যোগদান করবে ৫৪০ জন। এটা হল এক মাসের হিসাব। এই হিসাবে কাজ করলে এক বছরের মধ্যে টিমের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছাবে তা সহজেই অনুমেয়। যদিও এই হিসাব নূন্যতম যোগদানের শতাংশ হিসাবে ধরা হয়েছে। নিয়মিত প্ল্যান শেয়ার করতে মানুষের কাছে পৌঁছানো হলে। নিয়মিত প্ল্যান শেয়ার করতে করতে নিজেদের দক্ষতার বিকাশ হবে। বিজিনেসে যোগদানের হার আরও বাড়বে তা বলা বাহুল্য। তাই এই বিজিনেসে সফল হতে হলে নিয়মিত মানুষের কাছে অবশ্যই পৌঁছাতে হবে। মানুষের মাঝে থাকতে হবে। বন্ধু বিকাশ স্বীকার করেন যে এই পদ্ধতিই আমাদের একমাত্র পথ। আমাদের মার্কেটে বেরুতে হবে। 

এখন লাখ টাকার প্রশ্ন আমরা কি মানুষের কাছে পৌঁছাতে চাই। মার্কেটে থাকতে চাই ? যদি উত্তর হয় হ্যাঁ চাই। তাহলে বাধা কোথায়? আমাদের ভয় করে। অস্বস্তি হয়। বন্ধুরা! এই ভয়। এই অস্বস্থি আমাদের দূর করতে হবে। আর এর জন্য আমাদের নিজেদের প্রস্তুত হতে হবে। প্রস্তুতি নিতে হবে। দক্ষ হতে হবে। প্রস্তুতি বলতে নিজের প্ল্যান ও প্রোডাক্ট সম্বন্ধে বার বার অধ্যয়ন করতে হবে বিস্তারিত জানতে হবে। বুঝতে হবে। প্রয়োজনে নিজ নিজ এক্টিভ আফলাইনের সাহায্য নিতে হবে। 

বন্ধুরা আসুন। আমরা একে অপরের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে নিজেদের সফলতার এক নতুন মাইল ফলক সূচনা করি। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ