Success Orientation Part- 10 (বিজিনেসে সফলতার সুত্র)

নমস্কার বন্ধুরা। কেমন আছেন। আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। 

আমরা সকলেই বিজনেসে সফলতা চাই। বেশি বেশি টাকা ইনকাম করতে চাই। এবং সেটা যত দ্রুত হয় তাই আমরা প্রত্যাশা করে থাকি। কিন্তু এর জন্য কিছু ত্যাগ এবং অতিঅবশ্যই এক শক্তিশালি মজবুত সিস্টেম এর মধ্যে নিজেকে যুক্ত করে। সোপে দিয়ে। সেই হিসাবে নিজেকে চালনা করতে হবে। তাহলেই হয়ত। প্রত্যাশিত সফলতা পাওয়া যেতে পারে। 
প্রধানত  সেই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করা যাক। 
১। প্রোডাক্ট :-
আমরা প্রত্যেকেই যে যেমন, কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছি, কাজ করছি। উক্ত কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে আমাদের জ্ঞান নিতে হবে। গভীর ভাবে জানতে হবে।  বিশেষ ভাবে প্রোডাক্টটির ইনগ্রেডিয়েন্ট কি কি রয়েছে। উক্ত প্রোডাক্টটি  ব্যবহার করলে।  ব্যবহারকারি বা উপভোক্তা  কি কি সমস্যা বা বেনিফিট পাবে। কখন কিভাবে ব্যবহার করতে হবে তার বিস্তারিত ব্যবহার প্রণালী ইত্যাদি ইত্যাদি। বিশেষ ভাবে নিজের কোম্পানির এক সঙ্গে সব প্রোডাক্ট এর বিস্তারিত জ্ঞান বা নোলেজ না থাকলেও কমপক্ষে গুরুত্বপূর্ণ মুখ্য  ৫ -৬ টি  প্রোডাক্ট সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে।  
আরো ভালো হবে। বিশেষ বিশেষ প্রোডাক্ট নিজে ব্যবহার করা। এবং পরিবারের সদ্যদের  ব্যবহার করানো। এতে প্রোডাক্ট সম্বন্ধে আমাদের আত্মবিশ্বাস ও প্রত্যক্ষ অভিজ্ঞতা বাড়বে। যা পরবর্তী সময় যাকে আমরা প্রোডাক্ট রেকমেন্ড করব সেই সময় কাজে লাগবে। 
বন্ধুরা আমরা যারা মার্কেটিং লাইন রয়েছি তাঁরা জানি। প্রথমত ট্রান্সফার হয়, আত্মবিশ্বাস ও এনাৰ্জি। পরে বিক্রি হয় প্রোডাক্ট। 
২।  প্ল্যান :-
দ্বিতীয় বিষয়টি হল কোম্পানির প্ল্যান। অর্থাৎ কোম্পানির বিজিনেস প্ল্যান। যা ভিত্তি করে। কেন্দ্র করে।  আমাদের স্বপ্ন পুরণ হবে। সেই বিজিনেস প্ল্যান খুব মনোযোগ দিয়ে অধ্যয়ন করা। বোঝা। ছোট ছোট ক্যালকুলেশন। হিসাব বুঝে নেওয়ার চেষ্টা করা। কেননা প্লানের যত বেশি গভীরে যাব। তত বিষয়টা নিয়ন্ত্রনে আসবে। বিষয়ের প্রতি দখল বাড়বে। সেই সঙ্গে বাড়বে আত্মবিশ্বাস। ফলস্বরূপ আত্মবিশ্বাসের সঙ্গে অন্যদের সমানে প্ল্যান শেয়ার করতে পারবো। এবং অতিঅবশ্যই নিয়মিত ভাবে যেখানে যেখানে সুযোগ পাব সে অনলাইন হোক বা অফলাইন প্ল্যান শেয়ার করে যাব। এটাকে খুবেই গুরুত্বের সঙ্গে নিতে হবে। পারফেকশানের কথা চিন্তা না করেই। কেননা আমরা জানি। নিয়মিত অনুশীলনের মাধ্যমেই আসে পরিপূর্ণতা। তাই প্ল্যান শেয়ার, প্ল্যান শেয়ার, যত বেশি বেশি সংখ্যায় সম্ভম প্ল্যান শেয়ার। আমাদের প্ল্যান শেয়ার করে যেতে হবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ