আমরা শুনে আসছি। এক কিংবদন্তি মানুষের গল্প। যার গল্প কথা শুনে আমরা প্রেরণা পায়। নিজেদের অনুপ্রাণিত করি। সেই ব্যক্তি এক প্রত্যন্ত গ্রামের গ্রাম বাসি। এক অতিসাধারণ পরিবারে জন্ম গ্রহণ করে। তাঁর ধারাবাহিক কাজের ফলে। এক ইতিহাস তৈরি করতে। ব্যক্তিটি হল বিহারের দশরথ মাঝি। তাঁর স্ত্রীর প্রতিদিন পাহাড় ডিঙ্গিয়ে জল আনতে যাওয়ার কষ্ট লাঘব করতে। ধারাবাহিক ভাবে ২০ বছর ধরে কাজ করে। এক আস্ত পাহাড় কেটে রাস্তা তৈরি করে দেওয়া।
এইরকম বহু ইতিহাস সৃষ্টি কারী ব্যক্তি আছেন। যারা বিশেষ কোন কাজকে ধারাবাহিক ভাবে করার ফলে মানব জগতে ইতিহাস তৈরি করতে।
এই ভাবে আমরা দেখতে পাই । কোন শক্ত পাথরের উপর বিন্দু বিন্দু ধারাবাহিক ভাবে বৃষ্টি ধারা পড়ে পড়ে শক্ত পাথর ভেদ করে এক গভীর গর্ত তৈরি হতে। ক্রমাগত ঘর্ষণের ফলে এক সরু নরম জিনিস দিয়ে তৈরি এক গোছা দড়ি শক্ত পাথরের বুকে গভীর খৎ তৈরি করতে। এমনকি দু টুকরো করে দিতে। এই গুলো হল ধারাবাহিকতার কাজের শক্তির প্রকাশ।
ক্রিকেট দুনিয়ার উদাহরণ নিলে দেখতে পাওয়া যায়। ক্রিকেটার মাহেন্দ্র সিংহ ধোনি, শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলি জীবনে সফল হয়েছেন। এই ধারাবাহিক ভাবে ক্রিকেট খেলা প্র্যাক্টিস করে। প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড গরম উপেক্ষা করে। চরম প্রতিকূল অবস্থা অস্বীকার করে। থেমে না থেকে। নিয়মিতভাবে ক্রিকেট খেলা প্র্যাক্টিস করে গেছেন বলেই তাঁরা এত ভালো খেলার দক্ষতা অর্জন করতে পেরেছেন। নিজের দক্ষতার বিকাশ ঘটাতে সক্ষম হয়েছেন। ইতিহাস তৈরি করতে পেরেছেন।
নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজিনেসও যারা সফল হয়েছেন। মার্কেটে এক দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন। তাঁরাও কিন্তু একদিনে এই উচ্চতায় পৌঁছান নাই। ধারাবাহিক প্র্যাক্টিস করে করে নিজেদের ভালো ইনভাইটার, প্লেনার, ভালো বক্তা এবং ভালো লিডার হতে পেরেছেন।
আমরা জানি এই পারফরম্যান্স পারদর্শিতা এক দিনে আসবে না। একমাত্র ধারাবাহিক অনুশীলনের ফলেই এটা সম্ভব। এখানেই পাওয়ার অফ কন্সিস্টেন্সি বা ধারাবাহিকতার গুরুত্ব।
.png)
0 মন্তব্যসমূহ