নমস্কার বন্ধুরা। আলোর উৎসব দীপাবলি কেমন কাটল। আশাকরি ভালো ভাবে উৎসব এনজয় করছেন।
আসুন উৎসবের আমেজ গায়ে মেখে। আমরা আজকে আলোচনা করি পাওয়ার অফ সিস্টেম নিয়ে।
প্রচলিত কথা আছে। সিস্টেম আমাদের চলার পথ আটকে দেয় না। বরঞ্চ আমাদের পথ চলা। লক্ষ্যে পৌঁছানো সহজ করে। তরান্নিত করে।
আমরা জানি বা শুনে থাকি। পাওয়ার অফ সিস্টেম। এক অতি সাধারণ মানুষকেও অসাধারণ হয়ে উঠতে। আমরা দেখে থাকি এক রেল গাড়ি এক সঙ্গে অনেক গুলো বগি একে অপরের সঙ্গে জুড়ে পণ্য নিয়ে হাজার হাজার মাইল এপার ওপার পাড়ি দিতে। সমান্তরাল দুটি লাইনকে ভিত্তি করে। এবং তাও কেবলমাত্র এক বা দুটি ইঞ্জিনের সাহায্য নিয়ে। এ কেবল এক সিস্টেমকে অনুসরণ করেই সম্ভব।
এই সিস্টেমকে অনুসরণ করেই মহাকাশে কোটি কোটি আলোকবর্ষ দূরে বিজ্ঞানিরা স্যাটেলাইট পাঠাতে সক্ষম হন। বিজ্ঞানের এত অগ্রগিত। আমাদের এক নতুন দুনিয়ার সামনে পৌঁছে দিচ্ছে। নতুন ধারণা সৃষ্টি করছে। ভাঙছে গড়ছে।
আবার দেখুন এরোপ্লেন। এক শক্তিশালী সিস্টেম অনুসরণ করে। শত শত লোক বুকে নিয়ে আকাশে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে। শুধু তাই নয়। এইরূপ বহু এরোপ্লেন একই সময় নিরাপদে এক শক্তিশালী সিস্টেম অনুসরণ করে। কোন দুর্ঘটনা না ঘটিয়ে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে আকাশ পথে উড়ে যেতে।
আমরা জানি জলের ধৰ্ম নিচের দিকে গড়িয়ে যাওয়া। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও দেখি। ২০০ -৩০০ ফুট বা তারও বেশি উচ্চতায় জলকে পাঠানো হয়। এগুলো কিভাবে সম্ভম ? না। মেশিনের সাহায্যে। বলা ভালো এক মজবুত সিস্টেম এর জন্য।
আমরা পথ চলি এক সিস্টেমকে মান্যতা দিয়ে অনুসরণ করে। একে অপরকে ডিস্ট্রাব না করে ধাক্কা না দিয়ে। এই ভাবে আমাদের দৈনন্দিন জীবনে। অসংখ্য উদাহরণ জড়িয়ে রয়েছে।
ডাইরেক্ট সেলিং বিজিনেসেও যে বা যারা সফল হয়েছেন। তারাও এক মজবুত সিস্টেম ধরে, কাজ করে চলেছেন, বলেই এটা সম্ভম করতে পেরেছেন, পারছেন। এক সিস্টেম এক দিনে তৈরি হয় না। অনেক ভাবনা চিন্তা পরীক্ষা নিরীক্ষার পরেই তা মান্যতা পায়। অনেক ক্ষেত্রে নিজ নিজ কোম্পানি সেটা তৈরি করে। আবার অনেক ক্ষেত্রে ডাইরেক্ট সেলিং বিজিনেসের নিয়মমেনে আফলাইন তৈরি করে। তাঁর নিজের টিমের মধ্যে প্রয়োগ ঘটায়। টীম মেম্বার অনুসরণ বা অনুকরন করে সফলতা পায়। ধীরে ধীরে সেই সিস্টেম অন্যান্য টীম মেম্বারদের নিকট পৌঁছায়। এবং এক সময় পরে সেই সিস্টেমেই স্ট্যান্ডার্ড সিস্টেম রূপে মার্কেটে মান্যতা পায়।
বন্ধুরা! আসুন আমরা সিস্টেম অনুসরণ করি। প্রয়োজন ভিত্তিক শক্তিশালী সিস্টেম তৈরি করি। অনুকরণ করি। এবং বিজিনেসে সফল হয়।
.png)
0 মন্তব্যসমূহ