Success Orientation part-9 (কাজ বদল। না ধারা বদল!)

নমস্কার বন্ধুরা। কেমন আছেন। আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। আসুন আজ একটু আড্ডা জমাই। কি প্রকার এক বাস্তব ফলপ্রসূ এপ্রোচ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এক গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। 

এক ইয়াং লেডি। প্রতিদিন এক নির্দিষ্ট সময়ে। এক চৌরাস্তার মোড়ে  দাঁড়িয়ে। জৈনক এক ডাক্তারের রোগী দেখা সংক্ৰান্ত খবর জানানোর জন্য হাতে এক গুচ্ছ লিফলেট  নিয়ে দাঁড়িয়ে থাকে। এবং সেখান দিয়ে লোকজন যারা বাইকে,সাইকেল রিক্সা ,বা পায়ে হেঁটে পার হয়। তাদের মধ্যে লিফলেট  বিতরণ করে। 

পথ চলতি লোকজন কৌতূহলবশে,  ইয়াং লেডির আবেদনে দাঁড়িয়ে, তাঁর হাত থেকে লিফলেট নেই। কেউ বা আমল দেয় না। তার কথায় কর্ণপাত না করেই নিজের গন্তব্যে চলে যায়। এই ভাবেই দিনের পর দিন চলতে থাকে। 

ইয়াং লেডি এই অবহেলা বা তাঁর আবেদনে সাড়া না দেওয়া। কোনটাই গায়ে মাখে না। সে  দিনের নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে এসে দাঁড়ায়। এবং সময় পার হলে ওখান থেকে চলে যায়। 

ইয়াং লেডির এই কাজ। মোড়ের অন্য মাথা থেকে এক ভদ্রলোক নিয়মিতভাবে লক্ষ্য করে চলে। একদিন নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর। ইয়াং লেডি ওখান থেকে চলে যাওয়ার জন্য উপক্রম করছে। সেইসময় এই ভদ্রলোক ইশারায় ইয়াং লেডিকে তাঁর নিকটে যাওয়ার জন্য আবেদন করে। ইয়াং লেডি প্রথমতঃ অবাক হয় । কিন্তু কৌতূহলবশত ভদ্রলোকটির নিকট পৌঁছায়। 

জৈনক ভদ্রলোক ইয়াং লেডিকে বলে - তোমাকে আমি প্রতিদিন লিফলেট বিতরণ করতে দেখছি। আমি এটাও দেখতে পাই। অধিকাংশ লোকজনের কাছ থেকেই তুমি ঠিকমত প্রত্যুত্তর পাও না। কিন্তু তবুও তুমি তোমার কাজ ধর্য সহকারে করে যাচ্ছে। এই জন্য তোমাকে সাধুবাদ জানাই। এবং এই কাজের প্রতি যে নিষ্ঠা এর প্রশংসা করছি। লোকজনের আরও বেশি বেশি প্রত্যুত্তর পাওয়ার জন্য তোমাকে আমি একটা টিপস দিচ্ছি। তুমি আগামীকাল থেকে এই টিপস তোমার কাজে  প্রয়োগ করে দেখো। 

পরদিন যথারীতি। যথাসময়ে  ইয়াং লেডি নির্দিষ্ট স্থানে এসে দাঁড়ায়। এবং অন্যদিনের মত হাঁকডাক না করে। হাতে লিফলেট ভাঁজ করে রাখে। এবং তাঁর কাছ দিয়ে লোকজন পার হয়ে যাওয়ার সময় ইশারায় থামতে বলে। লোকজন তাঁর নিকট থামলে তাঁদের হাতে ভাঁজ করা লিফলেটটি খুঁজে দেয়। এবং বলে - এখনই কাগজটি খুলতে হবে না। পরে খুলে দেখবেন। 

এইভাবে লোকজন দাঁড়িয়ে যায়। এবং তাঁর কাছ থেকে ভাঁজ করা কাগজ নিয়ে চলে যেতে থাকে। একজন ইয়াং লেডি কাগজে ভাঁজ করে কি জিনিস দিচ্ছে। লোকজনের দেখাদেখি অন্যান্য লোকজনও কৌতূহলবসত দাঁড়িয়ে পড়ে। এবং লিফলেট সংগ্রহ করে। এইভাবে প্রতিদিন প্রচুর লোক ইয়াং লেডির কাছ থেকে লিফলেট সংগ্রহ করতে থাকে। 

তাহলে বন্ধুরা। আসুন একবার আমাদের নিজেদের কাজের ধারা নিরীক্ষণ করি। এবং আরো ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় কাজের ধারা বা পদ্ধতির সংশোধন করি। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ