সফলতার জন্য - ১

বন্ধুরা, কে কেমন আছেন। আশাকরি ভালো আছেন, সুস্থ আছেন। 

জীবনে চলার পথে আমরা প্রত্যেকেই কোন না কোন সময় ব্যর্থতা হতাশা অনুভব করি। ভেঙে পড়ি। জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়। পরিস্থিতি,ভাগ্যকে দোষারুপ করি। কিন্তু একটা কথা আমাদের মনে  রাখলে, বোধহয়  হতাশা আমাদের জীবন যুদ্ধে হার মানাতে পারবে না। কেননা -

আমাদের জন্ম কোথায় হয়েছে। গরিব পরিবারে। ধনী পরিবারে। উঁচু জাতি, নিচু সম্প্রদায়ে।  আমাদের গায়ের রং কালো না ফর্সা। আমরা ভালো শিক্ষার সুযোগ পেয়েছি, কি পাই নি। এটা আমাদের পিতা মাতা আত্মীয় পরিজন কি পরিবেশে আমাদের  প্রতিপালন করেছেন বা আমাদের জন্ম বা  বড় হয়েছি। সেটা আমাদের হাতে ছিল না। সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী বা চাহিদা মতাবিক ছিল না। মোদ্দা কথা পরিস্থিতি পরিবেশ প্রতিকূল না অনুকূল ছিল। তা আমরা মেনে নিতে বাধ্য হয়েছি।  

কিন্তু, যা আমাদের হাতে আছে, সেটা হল ,আমাদের সময় এবং কাজ ।  যা আমরা নিজেদের ইচ্ছে মত ব্যবহার করতে পারি। শুধু নুন্যতম রোজগার, বেঁচে থাকার জন্যই কাজ নয়। আমাদের জীবনকে এক নতুন উচ্চতাই নিয়ে যেতে পারি, সেটা একান্তই আমাদের হাতে।

বন্ধুরা ,আসুন আমরা ভাগ্যকে, পরিবেশ পরিস্থিতিকে দোষারুপ না করে। যে পরিস্থিতিতেই থাকি না কেন,সে সুযোগ আপাতত চোখে যত তুচ্ছ ,ছোটই হোক না কেন। সেই সুযোগকে খুঁজে নিয়ে ঝাঁপিয়ে পড়ি।  নিজের ভাগ্য নিজেই গড়ে তুলি। দুনিয়াকে, সমাজকে দেখিয়ে দিই । আমিও পারি।  

"তুলসী যব জগমে আয়ো  জগ হসে তুম রোয়। 
এয়সী করণী কর চলো কি তুম হসে জগ রোয়।" 
                                                      -তুলসীদাসের দোঁহা 
তুলসী ,যখন তুমি জন্মেছিলে তখন সকলে হাসছিল আর তুমি কাঁদছিলে। 
এখন এমন কাজ করে চল যাতে তুমি হাসতে হাসতে মরবে, কিন্তু জগৎ তোমার জন্য কাঁদবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নেটওয়ার্ক মার্কেটিং কি

নেটওয়ার্ক মার্কেটিং কেন করব

ট্রাডিশনাল মার্কেটিং ব্যবস্থা