বন্ধুরা! আসুন আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং কেন করব। এই বিষয়ে আলোচনা করি। ১. মানি ফ্রীডম (Money Freedom): আমরা কে না চাই আর্থিক স্বাচ্ছন্দ। আমরা প্রত্যেকেই চাই মানি ফ্রীডম। আর্থিক স্বাধীনতা। আর এই জন্যেই আমরা প্রত্যেকেই সারাজীবন ধরে কোন না কোন কাজ করে চলি। সে জব হোক, ব্যবসা বানিজ্য,চাষবাস হোক বা অন্য কোন সার্ভিস দেওয়া হোক। কিন্তু বাকি সব প্লাটফর্মে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক পাওয়া যায়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং প্লাটফর্মে কোন নির্দিষ্ট পারিশ্রমিক বলে কিছু নাই। আমি যত পরিমান টাকা রোজগার করতে চাই, তত পরিমানে করতে পারি। এমন কি একটা সময়ের পর আমি সক্রিয় ভাবে কাজ না করলেও আমার ইনকাম আসতে থাকে। এমনকি আমার অবর্তমানে আমার নমিনি ইনকাম পেয়ে থাকবে। ২। টাইম ফ্রীডম (Time Freedom): সুনির্দিষ্ট কাজের জন্য। নির্দিষ্ট সময় বাঁধা থাকে। এই জন্য আমাদের সেই হিসাবে সময় দিতে হয়। সময় নিয়ে আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। বস বা মালিকের নিয়ম মত চলতে হয়। আর এখানে আমি আমর দরকার মত সময় কাজ করতে পারি। পছন্দ মত, চাহিদা মত, কাজ করতে পারব। কাউকেও জবাবদ...