পোস্টগুলি

Goal Setting(লক্ষ্য নির্ধারণ )

  আমরা প্রতেক্যেই কম বেশি দৈনন্দিন জীবনে,সময় এবং কাজ লক্ষ্য নিয়েই চলি। তা সচেতন ভাবে বা অচেতন ভাবেই হোক না কেন। আমাদের জীবন শুরু এবং শেষ আছে যেমন। তেমনি জীবনের প্রতি ধাপে একটা লক্ষ্য থাকে। যেমন পড়াশুনা, চাকুরী ,সংসার ,সংসার জীবন, ছেলে মেয়ে এবং তাঁদের পড়াশুনা ও সংসার জীবন এটাই সাধারণত আম মানুষের লক্ষ্য হয়।  অন্যদিকে বিশেষ লোক,যাদের আমরা সমাজের তথাকথিত সফল মানুষ হিসাবে দেখতে পায় বা মনে করি। তারা কিন্তু জীবনের প্রতি ধাপে এক সুদৃহ পরিকল্পনা করে চলেছিলেন বলে, তাঁরা নিজেদের এক নির্দিষ্ট পেশায় নির্দিষ্ট সময়ের মধ্যে; নির্দিষ্ট  স্থানে পৌঁছাতে পেরেছেন বা নিয়ে গেছেন।  তাই আমাদের বিজিনেসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে। অবশ্যই প্রথমত সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। সেই বিষয়েই আমরা বোঝার চেষ্টা করি।   লক্ষ্য নির্ধারণ করার সময় এক বিশেষ পদ্ধতি স্মরণে রাখলে, লক্ষ্য নির্ধারণ করা এবং তা অর্জন করা সহজ হয়। আমরা পদ্ধতি গুলো একবার দেখে নিই । একে সংক্ষেপে বলা হয় :- SMRT S=Specific   ( সুনির্দিষ্ট ): লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট। অর্থাৎ এক সঙ্গে এ...

দেখার দৃষ্টিকোণ

 . ..যে-কোনও চিন্তা আপনাকে তেজস্বী করে ,তাহাই গ্রহণ করিতে হইবে; এবং যাহা দুর্বল করে, তাহাই পরিত্যাগ করিতে হইবে।                                                                                                                                                                                                                         - স্বামী বিবেকানন্...

নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত কিছু ওয়ার্ড বা শব্দ

  Hi বন্ধুরা !  কেমন আছেন? আশাকরি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন।  আমরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ফিল্ড লেভেলে টিমের সঙ্গে কাজ করতে  গিয়ে, বা বিভিন্ন সময় আলাপ আলোচনাতে,  কিছু ইংরাজি ওয়ার্ড বা শব্দ প্রায়শই অহরহ শুনতে পাই ব্যবহার করি। যেগুলো আবছা বা পরিষ্কার ভাবে না জানার জন্য বা সময় মত স্মরণে না আসার জন্য। অনেকসময় অস্বস্থিকর পরিস্থিতি বা বিড়ম্বনায়  পড়ি। প্রথম প্রথম অর্থাৎ ব্যবসার শুরুর দিকে এর সামনা সামনি আমরা কমবেশি প্রত্যেকেই পড়েছি। পড়তে হয়।  আসুন আজকে আমরা সেইসব বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ গুলোর বাংলা অর্থ বোঝার চেষ্টা করি।  Sponsor ID (স্পন্সর  আইডি ) : যার আইডি এর সাহায্যে বা মাধ্যমে আমি কোম্পানিতে যোগদান (জয়েন)করেছি।  Upline (আপলাইন ) :যিনি আমার উপরে আছেন এবং যার মাধ্যমে আমি বিজিনেসে যোগদান করেছি বা যিনি এই বিজিনেসে যোগদান করিয়েছেন। এবং ব্যবসাতে এগিয়ে যাওয়ার জন্য সর্বদা আমাকে সাহায্য সহযোগিতা করে থাকেন ।  Downline (ডাউনলাইন ): যিনি আমার মাধ্যমে বা আমার টিমের মাধ্যমে  বিজিনেসে যোগদান করেছেন। এবং আ...

নেটওয়ার্ক মার্কেটিং কেন করব

বন্ধুরা! আসুন আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং কেন করব। এই বিষয়ে আলোচনা করি।  ১. মানি ফ্রীডম (Money Freedom): আমরা কে না চাই আর্থিক স্বাচ্ছন্দ। আমরা প্রত্যেকেই চাই মানি ফ্রীডম। আর্থিক স্বাধীনতা। আর এই জন্যেই আমরা প্রত্যেকেই সারাজীবন ধরে কোন না কোন কাজ করে চলি। সে জব হোক, ব্যবসা বানিজ্য,চাষবাস হোক বা অন্য কোন সার্ভিস দেওয়া হোক। কিন্তু বাকি সব প্লাটফর্মে  নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক পাওয়া যায়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং প্লাটফর্মে কোন নির্দিষ্ট পারিশ্রমিক বলে কিছু নাই। আমি যত পরিমান টাকা রোজগার করতে চাই, তত পরিমানে করতে পারি। এমন কি একটা সময়ের পর আমি সক্রিয় ভাবে কাজ না করলেও  আমার ইনকাম আসতে  থাকে। এমনকি আমার অবর্তমানে আমার নমিনি ইনকাম পেয়ে থাকবে।  ২। টাইম ফ্রীডম (Time Freedom): সুনির্দিষ্ট কাজের জন্য। নির্দিষ্ট সময় বাঁধা থাকে। এই জন্য আমাদের সেই হিসাবে সময় দিতে হয়। সময় নিয়ে আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। বস বা মালিকের নিয়ম মত চলতে হয়। আর এখানে আমি আমর দরকার মত সময় কাজ করতে পারি। পছন্দ মত, চাহিদা মত, কাজ করতে পারব। কাউকেও জবাবদ...

ট্রাডিশনাল মার্কেটিং ব্যবস্থা

বন্ধুরা!  আশাকরি। নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা নিয়ে আমাদের বোঝার ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকার কথা নয়।  তবুও তুলনামূলক ভাবে আরও একবার দেখে নেওয়া যাক ট্রাডিশনাল মার্কেটিং ও নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে।  আমরা জানি বা দেখতে পায়। ট্রাডিশনাল মার্কেটিং ব্যবস্থাপনায় যে বিষয়গুলো একান্ত ভাবে প্রয়োজন পড়ে বা দরকার হয়।        সেগুলো হল : - ১। স্থান : যে স্থানে দোকান চালাবো।  অর্থাৎ এমন এক স্থান যেখানে লোকজনের সমাগম বা আসাযাওয়া বেশি থাকে। দিনের বেশির ভাগ সময় বা বিশেষ বিশেষ দিনে ।  ২। কার্যকরী মূলধন : দোকান চালানোর জন্য বা দিনের পর দিন কাস্টোমারদের যে প্রয়োজন পড়ে।  সেই সব পণ্যদ্রব্য সব সময়ে যোগান দেওয়ার  রাখার জন্য তা গচ্ছিত রাখতে হবে। যার জন্য বেশি পরিমানে পুঁজির দরকার।  ৩।  বিনিয়োগ : এই ব্যবসাতে এক বড় বা বেশি পরিমানে অর্থ বিনিয়োগ করতে হয়।  ৪। মালের মজুত : এছাড়াও বেশি বেশি করে চাহিদা ভিত্তিক মালের বড় মজুত রাখার দরকার পড়ে।  ৫। লোকশক্তি : এই ব্যবসা চালানোর জন্য দক্ষ লোকজন রাখতে হবে। সেটা আবার দরকার ভিত্তিক বিশেষ বিষ...

নেটওয়ার্ক মার্কেটিং কি

বন্ধুরা ! এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম নেটওয়ার্ক মার্কেটিং কি সেই বিষয়ে। বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য আসুন আজকে আমরা আলোচনা করি ট্রাডিশনাল মার্কেটিং ( চিরাচরিত পদ্ধতি) নিয়ে।  যে সিস্টেম এর মাধ্যমে আমরা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য আমরা ব্যবহার করে থাকি। সেগুলো আমাদের কাছে কিভাবে এসে পৌঁছায়।  ধারা যাক যে কোনো একটা ১০ টাকা দামের সাবান যা আমরা প্রতিদিন কম বেশি সকলেই ব্যবহার করি।  নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই সাবান তৈরি করছে কোনো না কোনো কোম্পানি। যার কারখানা রয়েছে দিল্লি,হরিয়ানা বা হিমাচল প্রদেশ বা অন্য কোনো রাজ্যে। এখন এই সাবান আমাদের কাছের দোখানে কিভাবে এসে পৌঁছায়।  কোম্পানি তার নিজস্ব কারখানাতে সাবানটা উৎপাদন করে। তারপর সেটা পদ্ধতি বা সিস্টেম অনুযায়ী চলতে থাকে নিন্মোক্ত ভাবে - প্রথমত C & f  এজেন্ট এর কাছে। তার পর স্টেট ডিলার ,সিটি ডিলার, হোলসেলর  ও  রেটেলর  অবশেষে কাস্টমার অর্থ্যাৎ আমাদের কাছে। মোটামুটি এটাই হল মাধ্যম বা পদ্ধতি।  নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতিতে ডিস্ট্রিবিউটর বা কাস্টমার প্রোডাক্ট কেনে, নিজে ব্যবহার করে। তারপর বন...

নেটওয়ার্ক মার্কেটিং কি

 Hi বন্ধুরা ! কেমন আছেন? আশাকরি ভালো আছেন। সুস্থ আছেন।  আসুন আজকে আমরা নেটওয়ার্ক মাকেটিং নিয়ে আলোচনা করি। প্রথমত নেটওয়ার্ক মার্কেটিং কি  বোঝার চেষ্টা করি।  একে বিভিন্ন নাম বা বিভিন্ন ভাবে আমরা জানি বা শুনে থাকি। যেমন -নেটওয়ার্ক মার্কেটিং , মাল্টিলেভেল মার্কেটিং ও ডাইরেক্ট সেলিং। কিন্তু নাম আলাদা আলাদা হলেও  বিষয়বস্তু এক। একই সিস্টেমকে বোঝানো হয়।  মূলত, এটা এক মাকেটিং কৌশল বা পদ্ধতি যাকে মাধ্যম করে কোনো পণ্যদ্রব্য (প্রোডাক্ট ) বা পরিষেবা (সার্ভিস ) কোম্পানি থেকে উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয়। আসুন, এক উদাহরণ এর সাহায্যে বোঝার চেষ্টা করি।   ট্রাডিশনাল(চিরাচরিত) সিস্টেম  বা পদ্ধতি আমরা সকলেই জানি। কেননা আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত  জীবন ধারণ ও সমাজের নিয়মে সারা জীবন কিছু না কিছু পণ্য কিনে থাকি। আর সেগুলো কাছাকাছি দোকান বা মার্কেট থেকে কিনে থাকি। এই যে পণ্য বা প্রোডাক্ট আমরা সামনা সামনি দোকান বা মার্কেট থেকে পায়। প্রোডাক্টটি কোম্পানি থেকে বিভিন্ন সিস্টেম বা লেভেল অতিক্রম করে আমাদের কাছে পৌঁছায়। যা আমরা প্রয়োজন ভিত্তিক দোকান থেকে সংগ্রহ করি...