আপনি জীবনে অনেক উপরে উঠতে ইচ্ছুক। অনেক অর্থ উপার্জন করতে চান। কিন্তু এই সম্বন্ধে আপনার সঠিক, স্পষ্ট ও স্বচ্ছ ধারণা আছে কি ? এই সম্পর্কে আপনার, এক সঠিক ধারণা থাকা উচিত যে ,আমি বর্তমানে কোথায় আছি। এবং কোথায় যেতে চাই। অর্থাৎ যাত্রা পথের শেষে কোথায় পৌঁছাতে ইচ্ছু ক। আমার জীবন, সেই সঙ্গে আমার ফ্যামিলি সদস্যদের জীবন, কিরূপ দেখতে চাই। তাদের অর্থনৈতিক, সামাজিক অবস্থা কি রকম হবে ,তা দেখতে চান । সর্বোপরি ভবিষ্যতে কত টাকা রোজগার করতে চান। যেমন মাসে ১০০০, ৫০০০,১০০০০,২০০০০,৫০০০০ বা ১০০০০০ টাকা। বা তারও বেশি। এই সম্পর্কে এক স্পষ্ট ও স্বচ্ছ ধারণা থাকা। এই ধারণা সঠিক স্বচ্ছ ও স্পষ্ট না থাকলে,আমাদের অন্ধকারে হাতড়াতে হবে। আমাদের সারা জীবন কাটাতে হবে, লক্ষ্যহীন অন্ধকারের মধ্যে। অন্ধকারের মধ্যে জীবন কাটানো, এর চাইতে আর কিছু দুঃখের হতে পারে না। তাই কোথায় চলেছেন কত টাকা রোজগার করতে চান তা স্বচ্ছ ও স্পট ভাবে মনে মনে ছবি আঁকুন। অথবা খাতাতেও লিখে রাখতে পারেন। এর পর পরিকল্পনা তৈরি করুন। লক্ষ্য মাত্রা ঠিক করুন...